‘বিশ্ববিদ্যালয়ের কাজ কী’ এই প্রশ্নটি কেন একটি বড় ঘটনা?

অনেকেই প্রশ্ন তুলেছেন, বিদ্যালয়-মহাবিদ্যালয়-বিশ্ববিদ্যালয়ের কাজ কী? এটা বাংলাদেশের সমাজের বড় এক অগ্রগতির লক্ষণ। এ প্রশ্নের বিজ্ঞানসম্মত উত্তর আছে। বিদ্যমান উৎপাদন সম্পর্ক ও বিদ্যমান শাসক মূল্যবোধগুলো পুনর্রুৎপাদন করাই সকল ধরনের বিদ্যাপীঠের কাজ। নানান ধরনের বিদ্যাপীঠ আছে। এগুলো সবই রাষ্ট্রেরই ভাবাদর্শিক কলকব্জা। কেবল বিদ্যালয় নয়, ‘পরিবার’ও একই কাজই করে। এ বিষয়ে কোন বিভ্রমে ভোগার সুযোগ নেই। পরিবার … Continue reading ‘বিশ্ববিদ্যালয়ের কাজ কী’ এই প্রশ্নটি কেন একটি বড় ঘটনা?